শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

পটুয়াখালীর রামনাবাদ লঞ্চডুবিতে নিহতদের পরিবারকে অনুদান

লিটন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রামনাবাদ
নদীতে লঞ্চ এমভি শাথিল-১
ডুবিতে নারী, শিশুসহ নিহত ১৬
পরিবারের সদস্যদের ১ লাখ ২৫
হাজার টাকা করে সাহায্য
প্রদান করেছেন
নৌমন্ত্রী শাজাহান খান।
পটুয়াখালী জেলা প্রশাসক দরবার
হলে রামনাবাদ
নদীতে এমভি শাথিল-১
ডুবিতে নিহত প্রত্যেক
পরিবারকে শনিবার আর্থিক
সাহায্যের চেক প্রদান করেন
শাজাহান খান।
মন্ত্রী এ সময় বলেন, নৌ-
দুর্ঘটনা রোধে সরকার কঠোর
অবস্থানে যাবে। ফলে গত বছরের
তুলনায় চলতি বছর নৌরুটের
দুর্ঘটনা অনেকটাই হ্রাস পেয়েছে।
পটুয়াখালীতে পর পর দুটি নৌ-
দুর্ঘটনায়
পটুয়াখালী নৌবন্দরে
দায়িত্ব অবহেলার কারণ তদন্ত
কমিটির কাছে পরিলক্ষিত
হয়েছে। তাই তাকে প্রত্যাহার
করা হয়েছে।
এ সময় নৌমন্ত্রী শাথিল দুর্ঘটনায়
নিহত প্রত্যেকের পরিবারকে ১
লাখ ২০ হাজার টাকার চেক
প্রদান করেন। এর
আগে তাৎক্ষণিকভাবে ওই
পরিবারগুলোকে ২০ হাজার
টাকা করে প্রদান করা হয়েছিল।
চেক প্রদানকালে উপস্থিত
ছিলেন বিআইডব্লিউটির
চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার,
পটুয়াখালীর জেলা প্রশাসক
অমিতাভ সরকার, পুলিশ সুপার
রফিকুল হাসান গনিসহ প্রশাসনের
ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয়
গণ্যমান্যরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন