শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪

পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীকে হত্যা


জেএম মাসুদ: শরীয়তপুরের ধানুকা বিল
থেকে এক প্রবাসীর স্ত্রী ও কলেজছাত্রীর
লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে জেলার
ধানুকা বিলের একটি ডোবা থেকে হাত-
পা বাধা অবস্থায় লাশটি উদ্ধার
করা হয়।
নিহত সামসুন্নাহার তানিয়া (২২)
প্রবাসী ইসহাক মোল্যার স্ত্রী ও
শরীয়তপুর সরকারি গোলাম হায়দার
খান মহিলা কলেজের একাদশ
শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী।
ঘটনার সঙ্গে জড়িত থাকার
অভিযোগে তিনজনকে আটক
করা হয়।
পালং মডেল থানা ও পারিবারিক
সুত্রে জানা গেছে, ২০১১
সালে শরীয়তপুর সদর উপজেলার
হাফিজুদ্দিন পাটোয়ারীর
মেয়ে সামছুন্নাহারের পৌর
এলাকার দক্ষিণ বালুচরা গ্রামের
ইসহাক মোল্লার সঙ্গে বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পরে ইসহাক মোল্লা সংযুক্ত আরব আমিরাতে চলে যান।
গত (১৭ আগস্ট) রোববার
বিকেলে শ্বশুর বাড়ি থেকে বাবার
বাড়িতে আসার পথে নিখোঁজ হয়
সামছুন্নাহারের । শশুর বাড়ি ও
বাবার বাড়ির লোকজন অনেক
খোঁজাখুঁজি করে না পেয়ে ইসহাক
মোল্যার বড় ভাই আবুল কাসেম
মোল্যা পালং মডেল থানায়
একটি সাধারণ ডায়েরী করেন।
মোবাইল ফোনের কললিস্ট চেক
করে নিখোঁজের পর
থেকে রেজাউল করিম নামে এক
যুবকের সঙ্গে একাধিকবার
কথোপকথনের তালিকা পায় পুলিশ।
পালং থানা পুলিশ মোবাইল কল
লিস্টের সূত্র ধরে শরীয়তপুর সদর
উপজেলার রুদ্রুকর ইউনিয়নের মধ্য
সোনামুখি গ্রামের আব্দুল কাদের
তালুকদারের ছেলে রেজাউল করীম
সুজন (২৪), একই গ্রামের মজিবুর রহমান
পেদার ছেলে সাইফুল পেদা (১৮),
মান্নান মাদবরের ছেলে দুলাল
মাদবরকে (১৮) বুধবার আটক করে ব্যাপক
জিজ্ঞাসাবাদ করে করে পুলিশ।
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ
আল মামুনের কাছে তারা গৃহবধূ
সামসুন্নাহারকে হত্যা করার
কথা স্বীকার করেন।
পরে আটক তিনজনের দেয়া তথ্য
অনুযায়ী শুক্রবার সকালে শরীয়তপুর
পৌরসভার ধানুকা বিলের
একটি ডোবা থেকে হাত- পা বাধা অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন