নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী
মামলার আসামি জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায়টি ঝুলে আছে এখনো। সর্বষেশ রায়ের দিনক্ষণ ঠিক করার পর অসুস্থ্যতার
কারণে তা স্থগিত হয়ে যায়। নিজামি এখন
সুস্থ-ট্রাইব্যুনালকে এমন সনদ
দেয়ার পরওকেটে গেছে দীর্ঘ দিন।
এ নিয়ে অনেকের মধ্যেই এক ধরণের চাপা ক্ষোভ বিরাজ করছে। 
পর গত ২৪ জুন সন্ধ্যায় নিজামীকে যখন ঢাকায় পাঠানো হয়, তখনও তিনি সুস্থ ছিলেন। শয্যাশায়ী থাকলে তো আর
ঢাকায় পাঠানো যেত না। নিজামীর কী ধরনের শারীরিক অসুস্থতা রয়েছে এমন
প্রশ্নের জবাবে কারা কর্মকর্তা বলেন,
‘নিজামী বয়স্ক মানুষ, এই বয়সে নানা ধরনের সমস্যা থাকে। কিন্তু চিকিৎকরা জানিয়েছেন, তাঁর মেরুদন্ডে সমস্যা থাকায়
হাঁটাচলায় সমস্যা হয়। এ ছাড়া তিনি ডায়াবেটিক রোগী, চোখেও সমস্যা আছে।
গত ২৪ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী
মামলার রায় ঘোষণার দিন
হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ২৩ জুন
গভীর রাতে ‘অস্বাভাবিক উচ্চ রক্তচাপের’ জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী নিজাম
হয়ে পড়েন। সকাল পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে হাজি হওয়ার মতো সুস্থ না হওয়ায়
কারা কর্তৃপক্ষ তা ট্রাইব্যুনালকে জানায়।
আসামির অনুপস্থিতিতে রায়
ঘোষণা যুক্তিসংগত মনে না করায় রায়
তৃতীয়বারের মতো অপেক্ষমাণ রাখা হয়।
২৬ জুন কারা কর্তৃপক্ষ একটি স্বাস্থ্য প্রতিবেদন ট্রাইব্যুনালে পাঠায়।
এতে বলা হয়, নিজামীর অবস্থার উন্নতি হলেও স্থিতিশীল নয়। এরপর ৪
জুলাই দ্বিতীয় প্রতিবেদন
পাঠানো হয়। সেই প্রতিবেদনে নিজামী সম্পূর্ন সুস্থ বলে জানানো হয়।
শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪
অজানা কারনে ঝুলে আছে নিজামীর রায়টি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন