বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪

কলেজ ছাত্রী ধর্ষনের শিকার

বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলায় বরগুনা সরকারি মহিলা কলেজের
এক ছাত্রী গতকাল বুধবার সন্ধ্যার
দিকে তার প্রেমিক কর্তৃক ধর্ষণের
শিকার হয়েছে। পুলিশ রাতেই এ
ঘটনায় তার প্রেমিক জিহাদসহ ৩
জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত দুজন হচ্ছে,
লাকুরতলা গ্রামের খলিলুর রহমান
ও ঘটবাড়িয়া গ্রামের দিপঙ্কর।
পুলিশ জানায়-কয়েক মাস
আগে আয়লা পাতাকাটা ইউনিয়নের
লেমুয়া গ্রামের আলতাফ হোসেন
মাষ্টারের ছেলে জিহাদের
সাথে ঐ ছাত্রীর প্রেমের সম্পর্ক
গড়ে ওঠে। বুধবার সন্ধ্যার
মনসাতলী গ্রামের একটি পরিত্যক্ত
ঘরে নিয়ে জিহাদ তার
প্রেমিকাকে পাশবিক নির্যাতন
করে। এসময় অন্য আসামিরা জিহাদকে সহযোগিতা করে। অভিযুক্তরা ওই ছাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন এবং কানের
রিং জোড় পূর্বক ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। বরগুনা থানার ওসি শামসুল হক জানান- আসামিরা প্রাথমিক
জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা শিকার করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন