বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪

বোমার সরঞ্জামসহ ৫ জঙ্গি আটক

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত
জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে আটক
করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের কাছ থেকে রিমোট
কন্ট্রোলচালিত বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার রাতে পৃথক
অভিযানে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের
উপপুলিশ কমিশনার মাসুদুর
রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
আটক পাঁচজনের মধ্যে দুইজন
জেএমবি ও তিনজন হরকাতুল
জিহাদের সদস্য বলে পুলিশের
দাবি। মাসুদুর রহমান বলেন, “তাদের
কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব রিমোট বোমা তৈরিতে ব্যবহৃত হয় বলে ধারণা করা হচ্ছে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন