শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

রেলের জমিতে অবৈধ ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তের পাশে প্রায় এক কিলোমিটারজুড়ে বস্তি, মাছের বাজার ও দোকানপাট গড়ে তুলেছে ছয় সদস্যের একটি চক্র। দখল করা এই জায়গাগুলো রেলওয়ের আর দখলবাজ
চক্রটি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
রেললাইনে গড়ে ওঠা বস্তির বাসিন্দা, দোকানপাটের মালিকসহ সংশ্লিষ্ট
ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। অন্য দিনের মতো গত বৃহস্পতিবার সকালে নিয়ম ভেঙেই রেললাইনের জমি নিয়ন্ত্রণকারীরা এই লাইনের ওপর মাছের বাজার বসিয়েছিল। প্রচণ্ড ভিড়, হইচই ও
হট্টগোলের মধ্যে দুই পাশের
দুটি লাইন দিয়ে আসা ক্রেতা- বিক্রেতারা ট্রেনের মধ্যবর্তী স্থানে আটকা পড়ে এ
সঙ্গে ধাক্কা লেগে চারজন প্রাণ হারান। অবশ্য মর্মান্তিক এ দুর্ঘটনার পর গতকাল
রেললাইনের পাশের দোকানপাট ও কিছু
বস্তি উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ের নিয়ম অনুযায়ী, রেললাইনের দুই
ধারে ১০ ফুটের মধ্যে সাধারণের জমায়েত
নিষিদ্ধ। গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজার মাছের
আড়তের পূর্ব পাশের রেলক্রসিং থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন
রেলক্রসিং পর্যন্ত দুই ধারে হাজার হাজার
ঝুপড়ি ঘর। বস্তির বাসিন্দারা ঝুঁকিপূর্ণ
রেললাইনে হাঁটাহাঁটি করছ এসব ঝুপড়ির
মধ্যে টং দোকান, খাবার হোটেল ও
রেস্তোরাঁ এবং আওয়ামী ল ক্লাব রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন