ডেস্ক রিপোর্ট: দক্ষিন অঞ্চলের ৬ জেলা বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলার মৎস্য অধিদপ্তরীয় সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল
করা হয়েছে। মা-ইলিশের নিরাপদ প্রজজন ও ডিম ছাড়া নিশ্চত করতে এ উদ্যোগ।
সম্প্রতি মৎস্য অধিদপ্তরের
মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ
স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক
নং-৩৩.০২.০০০০.১০২.৫৫.০০৬.১১.৭৮৯) এ তথ্য জানাগেছে।
সূত্রে আরো জানাগেছে, ৫ থেকে ১৫ অক্টোবর ১১ দিন ব্যাপী অশ্বিনী পুর্নিমায় মা- ইলিশের ডিম ছাড়ার মৌসুমে মা-
ইলিশ রক্ষা সংক্রান্ত মাঠ পর্যায়ের
কার্যাদি সুষ্টুভাবে বাস্তবায়ন,
মনিটরিং এবং সমন্বয় করার
লক্ষ্যে ১১ দিন ইলিশ মাছ সমৃদ্ধ সকল
জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য
অধিদপ্তরে সকল ধরনের বাতিল
করে সার্বক্ষনিক কর্মস্থাল অবস্থানের নির্দেশ দেয়া হয়। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী,
লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী,
পটুয়াখালী, ভোলা, বরগুনা,
মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর,
ফরিদপুর, নরসংদী, ঢাকা, বরিশাল,
খুলনা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ,
কুষ্টিয়া, বাগেরহাট, ঝালকাঠি,
ও পিরোজপুর জেলার মৎস্য
অধিদপ্তরীয় সকল কর্মকর্তা- কর্মচারী এ ছুটি বাতিলের আওতায় পড়বেন।
নদ-নদী ও সাগর মোহনায়
মা ইলিশের নিরাপদ অভিপ্রায়ন,
প্রজনন ও ডিম ছাড়া নিশ্চিত
করতে এ ১১ দিন সবধরনের মৎস্য আহরন
ও মৎস্য শিকারি নৌ-যান চলাচল
নিষিদ্ধ করা হয়েছে।
সম্প্রতি মৎস্য অধিদপ্তরের
মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ
স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক
নং-৩৩.০২.০০০০.১০২.৫৫.০০৬.১১.৭৮৯) এ তথ্য জানাগেছে।
সূত্রে আরো জানাগেছে, ৫ থেকে ১৫ অক্টোবর ১১ দিন ব্যাপী অশ্বিনী পুর্নিমায় মা- ইলিশের ডিম ছাড়ার মৌসুমে মা-
ইলিশ রক্ষা সংক্রান্ত মাঠ পর্যায়ের
কার্যাদি সুষ্টুভাবে বাস্তবায়ন,
মনিটরিং এবং সমন্বয় করার
লক্ষ্যে ১১ দিন ইলিশ মাছ সমৃদ্ধ সকল
জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য
অধিদপ্তরে সকল ধরনের বাতিল
করে সার্বক্ষনিক কর্মস্থাল অবস্থানের নির্দেশ দেয়া হয়। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী,
লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী,
পটুয়াখালী, ভোলা, বরগুনা,
মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর,
ফরিদপুর, নরসংদী, ঢাকা, বরিশাল,
খুলনা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ,
কুষ্টিয়া, বাগেরহাট, ঝালকাঠি,
ও পিরোজপুর জেলার মৎস্য
অধিদপ্তরীয় সকল কর্মকর্তা- কর্মচারী এ ছুটি বাতিলের আওতায় পড়বেন।
নদ-নদী ও সাগর মোহনায়
মা ইলিশের নিরাপদ অভিপ্রায়ন,
প্রজনন ও ডিম ছাড়া নিশ্চিত
করতে এ ১১ দিন সবধরনের মৎস্য আহরন
ও মৎস্য শিকারি নৌ-যান চলাচল
নিষিদ্ধ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন