বিনোদন প্রতিবেদক: শুধু গানের মঞ্চে নয়, এখন থেকে রাজনীতির মাঠেও দেখা যাবে সংগীতশিল্প গতকাল বৃহস্পতিবার
দুপুরে তিনি বিএনপির অঙ্গসংগঠন
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার
(জাসাস) ঢাকা মহানগর
দক্ষিণের সহ-
সভাপতি মনোনীত হয়েছেন।
ন্যান্সি নিজেই প্রথম
আলোকে বিষয়টি নিশ্চিত
করেছেন।
ন্যান্সি বলেন,
‘জাতীয়তাবাদী আদর্শের
প্রতি আমার
ভালো লাগা অনেক
আগে থেকেই। আমার
মা নেত্রকোনা জাসাসের
কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত
ছিলেন। বিএনপির সিনিয়র
ভাইস চেয়ারম্যান তারেক
রহমানের রাজনৈতিক আদর্শ
আমাকে মুগ্ধ করেছে।
তবে এটা সত্যি যে, এত
তাড়াতাড়ি আমি রাজনীত
সঙ্গে যুক্ত হতে চাইনি।
আমি চেয়েছিলাম
নিজেকে আরও
ভালোভাবে তৈরি করে তা
রাজনীতিতে আসতে।’
তিনি বলেন,
‘আমি মনে করি শিল্পী ন্যান্স
শ্রোতাদের কারণেই
আমি ন্যান্সি হয়েছি। তার
মানে এই নয় যে,
শিল্পী ন্যান্সির
কারণে মানুষ হিসেবে আমার
কোনো ব্যক্তিগত মতামত
থাকতে পারে না!’
কয়েক মাস আগে নিজের
ফেসবুক স্ট্যাটাসে সরকারের
সমালোচনা করায় ব্যাপক
তোপের মুখে পড়তে হয়েছিল
শিল্পী ন্যান্সিকে। ওই প্রসঙ্গ
টেনে ন্যান্সি বলেন,
‘দেশের অন্য সব মানুষের
মতো আমারও রাজনৈতিক
মতাদর্শ থাকতে পারে। সেই
মতাদর্শের
জায়গা থেকে বর্তমান
সরকারের কর্মকাণ্ডে অসন্তুষ্ট
হয়ে ফেসবুকে আমার একান্ত
ব্যক্তিগত মতামত ব্যক্ত
করেছিলাম। কিন্তু
বিষয়টি নিয়ে একটি মহল
অযথা আমাকে নানাভাবে ন
করে।
একপর্যায়ে তা মাত্রা ছাড়ি
সামাজিক যোগাযোগের
মাধ্যমে মত প্রকাশের
বিষয়টি তাঁর
পেশাজীবনকেও বিপর্যস্ত
করে তোলে বলে জানান
ন্যান্সি।
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪
রাজনীতির মাঠে ন্যান্সি ?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন