বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪

কলাপাড়ায় ঘুমের ঔষুধ খাইয়ে গৃহবধুর পলায়ন

পটুয়াখালী প্রতিবেদক: পটুয়াখালীর কলপাড়ায় পরকীয়ার জের ধরে একই
পরিবারের চারজনকে পানির
সাথে ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান
করে প্রেমিকের হাত ধরে পালিয়েছে এক গৃহবধু । লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর
অসুস্থ্য জাহিদ (২০), ফরোজ
আলী (৬০), ইমান হোসেন(১২) ও
ফরিদা বেগমকে বুধবার
রাতে কলাপাড়া হাসপাতাল
গত মঙ্গলবার রাতে এ ঘটনায়
স্থানীয়রা গৃহবধু খাদিজা ও তার প্রেমিক একই গ্রামের মিরাজকে ওই রাতেই
বালিয়াতলী খেয়াঘাট থেকে আটক করেছে। হাসপাতালে চিকিৎসাধীন
ফরোজ আলী জানান, তার
ছেলে অহিদুলের স্ত্রী খাদিজা প্রতিদিনের
মতো তাদের রাতের খাবার
দেয়। খাবার খাওয়ার পরই
তারা অসুস্থ্য হয়ে পড়ে। এ সময়
তার ছেলে বাসায় না থাকার
সুযোগে পুত্রবধু তাদের অসুস্থ্য
অবস্থায় ফেলে ঘর থেকে নগদ
টাকা ও স্বর্নালংকার নিয়ে
পালিয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন