শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

কাল দল থেকে বাদ পড়ছেন লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভা থেকে ডাক,
টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে অপসারণে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। এ জন্য সাপ্তাহিক ছুটির দিন শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ খোলা থাকছে। অন্যদিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত
আসছে আগামীকাল রোববার। এদিন সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক
অনুষ্ঠিত হবে। এ বৈঠকেই প্রেসিডিয়াম সদস্যপদ থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে দলীয় সূত্র যুগান্তরকে জানিয়েছে।এ যাবত পাওয়া তথ্য অনুযায়ী, আবদুল লতিফ সিদ্দিকী মন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেননি। এ কারণে সংবিধানের ৫৮ (২) ধারায় তার
বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সংবিধানের ৫৮-এর (২) উপধারায় বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী যে কোনো সময়ে কোনো মন্ত্রীকে পদত্যাগ
করিতে অনুরোধ করিতে পারিবেন এবং উক্ত মন্ত্রী অনুরূপ অনুরোধ পালনে অসমর্থ
হইলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাইবার পরামর্শ দান
করিতে পারিবেন।’ যেহেতু আবদুল লতিফ
সিদ্দিকী স্বেচ্ছায় পদত্যাগ করেননি, তাই প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও নির্দেশনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ এসংক্রান্ত সারসংক্ষেপ প্রস্তুত করবে। পরে তা প্রধানমন্ত্রীর
কাছে পাঠানো হলে তিনি (প্রধানমন্ত্রী)
এ প্রস্তাবে (সারসংক্ষেপ) সুপারিশ করবেন। এরপর বিধান অনুযায়ী এ সারসংক্ষেপ
অনুমোদনের জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতির
কাছে পাঠানো হবে।  রাষ্ট্রপতির অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে তা বিজি প্রেসে পাঠাবে। সেখানে গেজেট প্রকাশের
পর মন্ত্রীর অব্যাহতি কার্যকর হবে।রাষ্ট্রপতি আবদুল হামিদ পবিত্র হজ পালন শেষে শুক্রবার রাতে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন