জেএম,মাসুদ মাদারীপুর প্রতিনিধি: মাওয়া- কাওড়াকান্দি নৌ-রুট হয়ে ঈদ ও পূজা শেষে রাজধানী ঢাকায় ফিরছেন
দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ শনিবার সকাল থেকে মাওয়া- কাওড়াকান্দি ঘাটে যাত্রীদ ভিড় লক্ষণীয়। বাইপাস সড়ক চালুর কারণে কিছুটা পথ পায়ে হেঁটে ও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকি কেটে অনেককেই লঞ্চ ও স্পিডবোটে উঠতে দেখা গেছ তবে ফেরিতে যানবাহনের চাপ
শুক্রবারের তুলনায় বেশি রয়েছে। বিআইডব্লিউটিসি কাওড়াকান ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, ‘ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের ভিড় অনেক বেড়েছে। যানবাহন
পারাপারের জন্য ঘাটে পর্যাপ্ত ফেরি রাখা হয়েছে। তাই ঘাট এলাকায় যাত্রীদের
কোনো ভোগান্তি নেই।’ কাওড়াকান্দি ঘাট এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই আমির হোসেন বলেন, ‘লঞ্চ ও স্পিডবোটের ধারন ক্ষমতা অনুযায়ী গুনে গুনে যাত্রী উঠানো হয়। বরং লঞ্চে ধারন ক্ষমতার চেয়ে যাত্রী কম তোলা হচ্ছে।’
শনিবার, ১১ অক্টোবর, ২০১৪
দক্ষিন অঞ্চলের হাজার হাজার মানুষ মাওয়া- কাওড়াকািন্দ নৌ-রুট হয়ে ঢাকায় ফিরছেন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন