বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪

এফবিসিসিআইয়ের হরতাল প্রত্যাহারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা সমুন্নত রাখার স্বার্থে সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা রোববারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড
ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এফবিসিসিআইয়ের পক্ষ
থেকে বলা হয়েছে, দেশে বর্তমানে ব্যবসা ও
বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ
করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ,
রেমিট্যান্স, বৈদেশিক বিনিয়োগ, আমদানি ও রপ্তানি কার্যক্রম, বার্ষিক উন্নয়ন
প্রবৃদ্ধি প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক
গতিধারা লক্ষ্য করা যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের
অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপান, ইতালিসহ বিভিন্ন
দেশের বিনিয়োগকারীগণ
এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ
করেছেন। এ অবস্থায় হরতালসহ
যে কোনো নেতিবাচক কার্যক্রম
দেশের ভাবমূর্তির উপর প্রভাব
ফেলবে এবং বিনিয়োগকারীগণ
নিরুত্সাহিত হবে বলে এফবিসিসিআই
মনে করে। বিবৃতিতে, সাবেক মন্ত্রী জনাব
আবদুল লতিফ সিদ্দিকীর পবিত্র হজ
ও হজরত মুহাম্মদ (সা.)- কে নিয়ে অনাকাংক্ষিত মন্তব্যের কারণে সরকার
ইতোমধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন