সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪

রাজৈরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

জেএম মাসুদ,মাদারীপুর প্রতিনিধি: রাজৈরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হরিচাঁন মণ্ডল (৪৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও
গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা স্থানীয়রা জানান, উপজেলার কদমবাড়ি ইউনিয়নের
নটাখোলা গ্রামের কেশব দেব মণ্ডলের ছেলে হরিচাঁন মণ্ডল গতকাল রবিবার রাতে  বাড়ি থেকে পাশের কদমবাড়ি একটি সাধুর
আশ্রমে যাচ্ছিলেন। এ সময় ওঁৎ
পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধাওয়া দিয়ে কুপিয়ে ও হত্যা করে পালিয়ে যায়। পুলিশ
রাতেই ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আরশেদ
আলী জানান, চাচাতো ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বল নিহতের পরিবারের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন