শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪

মাদারীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

জেএম,মাসুদ মাদারীপুর প্রতিনিধি: কালকিনি উপজেলার কাজী বাকাই ইউনিয়নের একটি গ্রামে কাপড় ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের বাড়িতে ডাকাতি হয়েছে।
শুক্রবার রাতে এ ঘটনার সময়
ডাকাতদের অস্ত্রের আঘাতে শিশু, নারীসহ আহত হয়েছেন অনেকে। বিশ্বজিৎ দাসের বড় ভাই দিলীপ দাস জানান, ওইদিন গভীর
রাতে মুখোশধারী ১০-১২ জন ডাকাত তার ছোট ভাইয়ের বাড়ির জানালা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। এ সময় বাড়ির
সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১২
ভরি স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যায়।
তিনি জানান, ডাকাতদের অস্ত্রের আঘাতে বিশ্বজিৎ দাস (৩৩), মুক্তা দাস (২২), অংকন দাস (৩), সত্যরঞ্জন দাস (৬৫) ও
কমলা রানী দাস (৫৫) আহত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন