শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছেন দিতি


বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতির শারীরিক অবস্থার সংকটাপন্ন। কৃত্রিম উপায়ে এখন তাঁর শ্বাস-প্রক্রিয়া অব্যাহত আছে। দিতির একমাত্র মেয়ে লামিয়া তাঁর ফেসবুক স্ট্যাটাসে তেমনটাই জানিয়েছেন। ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালের (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামোটলজি) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের গুণী এই অভিনয়শিল্পী। দিতির মেয়ে লামিয়া ফেসবুকে একটি পোস্টে জানান,তারা মায়ের শরীরে আরও একটা অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হলে তা সম্ভব নয়। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন