পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলার কুয়াকাটা-
কলাপাড়া সড়কের
নীলগঞ্জের হাজীপুর
ফেরিঘাটে ধান বোঝাই
ট্রাকের সঙ্গে পর্যটকবাহী প্রাইভেটকারের
ধাক্কা লেগে রতন চক্রবর্ত্তী (৪০) নামে
এক পর্যটক নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে।
দূর্ঘটনায় আহত দুই পর্যটককে আশংকাজনক
অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরন করা হয়েছে।স্থানীয় সুত্রে জানা যায়, হাজীপুরের ফেরি পার হয়ে ওঠার পর হঠাৎ
করে প্রাইভেট কারের চাকা ফেঁটে যায়। গাড়ির
চালক নিয়ন্ত্রন হারিয়ে পাশে দাড়িয়ে থাকা একটি
ধান বোঝাই ট্রাকের সঙ্গে গিয়ে প্রাইভেট
কারটি জোড়ে ধাক্কা লাগে। এতে গাড়ীটির
সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় গাড়ীর
মধ্যে থাকা রতন চক্রবর্তী ঘটনাস্থলেই মারা
যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন