ক্রীড়া ডেস্ক:আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ফাইনালে যাওয়ার যুদ্ধে মাঠে নামবে বরিশাল বুলস এবং রংপুর রাইডার্স।
গতকাল প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার
বিপক্ষে উড়ে যায় রংপুর। পয়েন্ট
টেবিলে দ্বিতীয় স্থানে থাকার
সুবাদে তারা আজ দ্বিতীয় সুযোগ
পাচ্ছে। এলিমিনেটর ম্যাচের বিজয়ী
বরিশালের বিপক্ষে খেলতে হবে
তাদের। এদিন টস হেরে ব্যাট করতে
নেমে রংপুরকে ১৬৪ রানের টার্গেট
দেয় কুমিল্লা। জবাবে রনি-জাইদির বোলিং
তোপে মাত্র ৯১ রানে গুটিয়ে যায়
সাকিবরা। দুজনেই চারটি করে উইকেট
লাভ করেন। ম্যাচসেরা জাইদি ব্যাটে
হাতেও ছিলেন সমান উজ্জ্বল। ১৫
বলে খেলেন ৪০ রানের ঝড়ো
ইনিংস।
এদিকে এলিমিনেটর ম্যাচে ঢাকা
ডায়নামাইটসকে ১৮ রানে হারিয়ে
ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকে বরিশাল বুলস।
-----------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন