শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

বাউফলে নারী নির্যাতন ও শিশু বিবাহ প্রতিরোধে মতবিনিময়



বাউফল প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল থানার উদ্যোগে শনিবার(১২ ডিসেম্বর) জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় নারী নির্যাতন ও শিশু বিবাহ প্রতিরোধ কমিটির সাথে পুলিশের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার অফিসার ইন চার্জ আ জ ম মাসুদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, ইউএনডিপির জেন্ডার অফিসার ফাতেমা ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার সামসুল আলম মিয়া এবং উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. হাবিবুর রহমান। অনুষ্ঠানে অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, বিবাহ রেজিষ্ট্রার, ইমাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন