বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত


নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে সাতজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পুরিন্দাবাজার অবস্থিত। বাজারের নৈশপ্রহরী জামানের ভাষ্য, পাঁচ টনের একটি খালি ট্রাকে চেপে প্রায় ১০ জন ব্যক্তি পুরিন্দাবাজারে আসে। এ সময় তিনি (জামান) ও আরেক নৈশপ্রহরী মোতালেব দায়িত্ব পালন করছিলেন। ট্রাকে করে আসা ওই ব্যক্তিরা তাদের (নৈশপ্রহরী) কাছে গফুর ভূঁইয়ার চালের আড়তের অবস্থান সম্পর্কে জানতে চায়। তারা চাল কিনতে আসার কথা বলে। আড়তের অবস্থান জানার পর দুই নৈশপ্রহরীর হাত-পা-মুখ বেঁধে ফেলে ওই ব্যক্তিরা। এরপর তারা আড়তের তালা ভেঙে চালভর্তি বস্তা ট্রাকে তুলতে থাকে। নৈশপ্রহরী জামান বলেন, তিনি কৌশলে তার বাঁধন খুলে বাজারের পেছনের গ্রামে চলে যান। গ্রামের লোকজনকে ডাকাতির কথা জানান তিনি। স্থানীয় মসজিদের মাইকে এই তথ্য ঘোষণা করা হয়। গ্রামবাসী ও দোকানের লোকজন জড়ো হয়ে সন্দেহভাজন ডাকাতদের ধাওয়া করে পিটুনি দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন