
সোনালী ডেস্ক: ব্যাপক সমালোচনা আর পৌর নির্বচন প্রার্থীদের দাবির মুখে তিন সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেল থেকে খুলছে ফেসবুক। তবে নিরপত্তা ইস্যুতে বন্ধ থাকছে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন। জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সাপেক্ষে এগুলোও পরবর্তীতে খুলে দেয়া হবে। তবে পৌর নির্বাচনের আগে তা নাও হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকে ফেসবুক খুলে দেয়ার সিদ্ধান্তের কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রতিমন্ত্রীর নির্দেশনার পরপরই
সংশ্লিষ্ট ইন্টারন্যাশনাল ইন্টারনেট
গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের
কর্মকর্তা ও অপারেটদের সঙ্গে বৈঠকে
বসেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন
রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)
চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মাসুদ।
এরপর ইন্টারনেট গেটওয়ে অপারেটরসহ
মোবাইল ফোন অপারেটর ও অন্যন্যা
অপারেটরদের ই-মেইল ফেসবুক খুলে দিতে
নির্দেশনা দেয় বিটিআরসি। নির্দেশনা
পেয়ে গেটওয়ে থেকে ফেসবুক আন ব্লক
করার কারিগরি প্রক্রিয়া শুরু হয়। এ
বিষয়ে দেশের বিশিষ্ট তথ্যপ্রযুক্তি
বিশেষজ্ঞ এবং বিডিনগ বোর্ড অফ
ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির
বলেন, “আমরা বিটিআরসি থেকে
নিদের্শনা পেয়েছি। ইতোমধ্যে ফেইসবুক
খুলে দেয়ার ব্যাপারে কাজ চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন