সোনালী ডেস্ক: বিএনপির
চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসভবন
ঘেরাও কর্মসূচিতে যেকোনো ধরনের
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গুলশান-২
গোল চত্বর থেকে তার বাসভবন পর্যন্ত
তিনস্তরের নিরাপত্তা দিচ্ছে পুলিশ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই
গুলশান-২ গোল চত্বর মোড়ে ব্যারিকেড
দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে।
রাস্তার দুই পাশে তিন স্তরে অবস্থান
নিয়ে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে
খালেদা জিয়ার কটূক্তি করার
প্রতিবাদে তার বাসভবন ঘেরাও কর্মসূচি
পালন করছে একাত্তরের ঘাতক দালাল
নির্মূল কমিটি। সকাল সোয়া ১০টা থেকে
নির্মূল কমিটির নেতাকর্মীরা গুলশান-২
গোল চত্বরে অবস্থান নিয়েছেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে
কটূক্তি করায় খালেদা জিয়ার বিরুদ্ধে
বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন