মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

খালেদার বিচার জনগণের আদালতে

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যে মন্তব্য করেছেন এর বিচার জনগণের আদালতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ। মঙ্গলবার(২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএফআরএফ ) আয়োজিত সংলাপে তোফায়েল এ কথা জানান। তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া যে বিতর্কিত মন্তব্য করেছেন এর জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। অনেকেই ইতোমধ্যে মামলা করেছেনও। তবে সরকার এ ব্যাপারে বিশেষ কোনো ব্যবস্থা নেবে না; জনগণের আদালতেই তার বিচার হবে। তোফায় আরও জানান, জনগণ ব্যালটের মাধ্যমে খালেদা জিয়ার এসব বক্তব্যের জবাব দেবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন