সোনালী ডেস্ক: সোমবার মধ্যরাতেই শেষ হচ্ছে পৌর নির্বাচনের
প্রচার-প্রচারণা। বিধি
অনুযায়ী, ভোটগ্রহণের ৩২ ঘণ্টা
আগেই শেষ হবে সব ধরণের
প্রচারণা। শেষ মুহূর্তে
ভোটারদের মন জয় করতে ব্যস্ত
সময় পার করছেন প্রার্থীরা।
দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
দেশের ২৩৪টি পৌরসভায়
জনপ্রতিনিধি নির্ধারণে
ভোটের অপেক্ষায় রয়েছেন
ভোটাররা। দীর্ঘ সাত বছর পর এ
নির্বাচনে আওয়ামী লীগ,
বিএনপি, জাতীয় পার্টিসহ
অন্তত ১৯টি রাজনৈতিক দল
নিজস্ব প্রতীক নিয়ে
প্রতিদ্বন্দ্বিতা করছে। মেয়র
পদে ৯৪৫ জনসহ মোট ১২
হাজারেরও বেশি প্রার্থী এ
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা
করছেন। নির্বাচনে আইনশৃংখলা
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে
আজ সকাল থেকে মাঠে নামছেন
পুলিশ, এপিবিএন, র্যাব,
বিজিবি ও কোস্টগার্ডের
লক্ষাধিক সদস্য। তারা মোবাইল
ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে
নির্বাচনী এলাকায় টহল
দেবেন। এছাড়াও মাঠে
থাকছেন ১ হাজার ২০৪ জন
নির্বাহী ও জুডিসিয়াল
ম্যাজিস্ট্রেট। এছাড়া আজ
মধ্যরাতের মধ্যে বহিরাগতদের
নির্বাচনী এলাকা ছাড়তে হবে।সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
মধ্যরাতেই পৌর নির্বাচনের প্রচার শেষ
সোনালী ডেস্ক: সোমবার মধ্যরাতেই শেষ হচ্ছে পৌর নির্বাচনের
প্রচার-প্রচারণা। বিধি
অনুযায়ী, ভোটগ্রহণের ৩২ ঘণ্টা
আগেই শেষ হবে সব ধরণের
প্রচারণা। শেষ মুহূর্তে
ভোটারদের মন জয় করতে ব্যস্ত
সময় পার করছেন প্রার্থীরা।
দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
দেশের ২৩৪টি পৌরসভায়
জনপ্রতিনিধি নির্ধারণে
ভোটের অপেক্ষায় রয়েছেন
ভোটাররা। দীর্ঘ সাত বছর পর এ
নির্বাচনে আওয়ামী লীগ,
বিএনপি, জাতীয় পার্টিসহ
অন্তত ১৯টি রাজনৈতিক দল
নিজস্ব প্রতীক নিয়ে
প্রতিদ্বন্দ্বিতা করছে। মেয়র
পদে ৯৪৫ জনসহ মোট ১২
হাজারেরও বেশি প্রার্থী এ
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা
করছেন। নির্বাচনে আইনশৃংখলা
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে
আজ সকাল থেকে মাঠে নামছেন
পুলিশ, এপিবিএন, র্যাব,
বিজিবি ও কোস্টগার্ডের
লক্ষাধিক সদস্য। তারা মোবাইল
ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে
নির্বাচনী এলাকায় টহল
দেবেন। এছাড়াও মাঠে
থাকছেন ১ হাজার ২০৪ জন
নির্বাহী ও জুডিসিয়াল
ম্যাজিস্ট্রেট। এছাড়া আজ
মধ্যরাতের মধ্যে বহিরাগতদের
নির্বাচনী এলাকা ছাড়তে হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন