মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

মাদারীপুর প্রাথমিক বিদ্যালয়ে বোমা বিস্ফোরণ


মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার(১৫ ডিসেম্বর)
সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময় সকাল সাড়ে নয়টার দিকে বোমা বিস্ফোরণ ঘটে। পশ্চিম পেয়ারপুরের স্থানীয় বাসিন্দা মাসুদ মোল্লা জানান, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা চলাকালীন সময় বিদ্যালয়ে নীচতলায় বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় ছাত্র- ছাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া ওই স্কুল প্রাঙ্গনে অবিস্ফোরিত একটি বোমা পাওয়া গেছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন