বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

বরিশালে বিশ্ব ইজতেমা শুরু


বরিশাল প্রতিনিধি:
বিরামহীন প্রস্তুতি আর ব্যাপক আয়োজনের মধ্যদিয়া বরিশালবাসীর প্রত্যাশিত জেলা ইজতেমা নগরীর নবগ্রাম রোডস্থ সরদার পাড়ায় আজ বৃহস্পতিবার ফজর বাদ আনুষ্ঠানিক বয়ানের মধ্যদিয়ে শুরু হবে। যা আগামী ১২ ডিসেম্বর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। বুধবার বিকেল থেকে হাজার হাজার মুসুলীরা ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন। সূত্রমতে, ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমায় মুসুলীদের দূর্ভোগ কমাতে চলতি বছর বরিশালসহ ৩২টি জেলায় আগাম ইজতেমার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তারই অংশ হিসেবে বরিশাল জেলা ইজতেমা উপলক্ষে ধর্মপ্রান মুসুলীরা স্বেচ্ছাশ্রমে মহান আলাহতালার মন জয় করতে দিন রাত বিরামহীন চেষ্টা চালিয়ে প্রায় আড়াই লাখ মুসলীর অংশগ্রহণের বিষয়টি নির্ধারণ করে নগরীর নবগ্রাম রোড এলাকার সরদার পাড়ায় প্রায় ১০ একর কৃষি জমিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আঞ্চলিক এ ইজতেমা সফল করতে বুধবার বিকেলে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও সিটি মেয়র কয়েক দফায় মাঠ এলাকা পরিদর্শন করেছেন। ইজতেমা মাঠে প্রবেশের জন্য ৫টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। মাঠে বসার স্থানও ভাগ করে দেওয়া হয়েছে। এরমধ্যে বরিশালের বিভিন্ন উপজেলার জন্য ১০টি ও বরিশাল নগরীর জন্য ১৮টি স্থান নির্ধারিত রয়েছে। এবার ইজতেমায় বাক-প্রতিবন্ধীদের জন্য রয়েছে পৃথক বসার ও জিকিরের ব্যবস্থা। ইজতেমায় ভারত এবং ঢাকার কাকরাইল মসজিদের বিশিষ্ট বক্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইজতেমা মাঠের সার্বিক তত্বাবধায়ন ও পানির দায়িত্বে থাকা নগরীর ১৭নং ওয়ার্ড কাউন্সিলর গাজী আখতারুজ্জামান হিরু। তিনি জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩০০ এনার্জী বাল্বের ব্যবস্থা করা হয়েছে। খাবার পানি ও ওজু করার জন্য অস্থায়ী পানির লাইন স্থাপন করা হয়েছে। বাথরুমের জন্য ১২টি শ্যালো টিউবয়েল স্থাপন করা হয়েছে। মশার উপদ্রব থেকে রক্ষার জন্য ইজতেমা এলাকায় ব্যাপক ¯েপ্র করা হয়েছে। এছাড়া বিপুল পরিমানের পরিচ্ছন্নতা কর্মী ও একটি মেডিকেল টিম ইজতেমা মাঠে রাখার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, পিডিবি এবং পলী বিদ্যুৎ বিভাগ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ইজতেমা মাঠের ৪টি পয়েন্টে প্রায় পাঁচ’শ টয়লেট নির্মাণ করা হয়েছে। স্থানীয় ও আশপাশের ৫টি বড় পুকুরে ঘাট র্নিমাণ করে গোসল ও ওজুর ব্যবস্থা করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান জানান, ইজতেমায় নিরাপত্তা নিশ্চিত করতে সংশিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন