রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

বাংলাদেশ কারো কাছে মাথা নত করে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বলেছেন, বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। সামাজিক নিরাপত্তাসহ দরিদ্র মানুষের সুখ ও শান্তির জন্য সব ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। প্রধানমন্ত্রী এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ বিমান বাহিনীতে প্রশিক্ষণ যুদ্ধবিমান ও হেলিকপ্টার যুক্ত হওয়া
উপলক্ষে রাজধানীর ক্যান্টনমেন্টের কুর্মিটোলায় বিএএফ ঘাঁটিতে আজ রবিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ধারাবাহিকভাবে গত কয়েক বছর ধরে ৬ ভাগের ওপর প্রবৃদ্ধি অর্জন বজায় রাখতে সক্ষম হয়েছি। রিজার্ভ আমরা কয়েকগুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ নিয়েই আরও এগিয়ে যাবে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন