বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

বরগুনায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন বর্জন


সোনালী ডেস্ক: বরগুনা সদর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ নির্বাচন বর্জন করেছেন। বুধবার(৩০ ডিসেম্বর) সকাল ৮টায় বরগুনা সদর পৌরসভায় ভোটগ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টার মাথায় পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের। এরপর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মঞ্জুরুল আলম। পরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ প্রশাসনের বিরুদ্ধে বিরূপ আচরণের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন