বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

সারাদেশে ২৩৪ পৌরসভায় শান্তপূর্ণভাবে ভোটগ্রহন চলছে


সোনালী ডেস্ক: দলীয় প্রতিকে প্রথম নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারাদেশে ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ মোটামুটি শান্তপূর্ণভাবে চলছে।অনেক কেন্দ্রে সকাল ৮টার আগেই ভোটারদেরকে লাইনে দাঁড়াতে দেখা যায়।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে লাইল বাড়তে থাকে।অপেক্ষাকৃত নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। তবে বিভিন্ন কেন্দ্রে ব্যাটল পেপার ছিনতাই, কেন্দ্র দখল ও জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সক্রিয় রয়েছে।বেশ কয়েকটি জায়গায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের জরিমানা করেছে।কোথাও সংঘর্ষ হলেই দ্রুত র্যাব ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন