বরিশাল প্রতিনিধি: বরিশালে সর্বপ্রথম অনুষ্ঠিত হবে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমায় আগত জেলার দুই লাখ মুসল্লীদের মাঠ প্রস্তুত থেকে শুরু করে অন্যান্য সকল কাজ এখন শেষ পর্যায়ে। বরিশাল নগরীর নবগ্রাম সড়কের সরদার বাড়ি, সিকদার বাড়ি, গাজী বাড়ি ও চৌধুরী বাড়ির বাসিন্দারা তাদের প্রায় ১০ একর কৃষি জমি বিশ্ব ইজতেমা উপলক্ষে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন।
আগামী ১০, ১১ ও ১২ ডিসেম্বর জেলা পর্যায়ের বিশ্ব
ইজতেমা অনুষ্ঠিত হবে। আগামী ৯ ডিসেম্বর আসরের নামাজের পর বয়ান শুরু মাধ্যমে ইজতেমা শুরু হবে। শুক্রবার ইজতেমার মাঠে জুম্মার নামাজ আদায় করবেন আগত মুসল্লীরা। এখানকার ইজতেমায় ভারত এবং ঢাকার কাকরাইল মসজিদের বিশিষ্ট শায়েখগণ উপস্থিত থাকবেন
বলে জানা গেছে। এবারই সর্বপ্রথম বরিশালে জেলা পর্যায়ের বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের জন্য পাবলিক হেলথ ও বিসিসি থেকে পানি সরবরাহ করা হবে। পাবলিক হেলথ ২ হাজার লিটারের ২৬টি ট্যাংকি ও বিসিসি পানির লাইনসহ ৩টি টিউবওয়েল স্থাপন এবং ৩’শ বাল্ব, ৩’শ টয়লেট স্থাপন করেছেন। অন্যদিকে পিডিবি এবং পল্লী বিদ্যুৎ বিভাগ থেকে ইজতেমার মাঠে বিদ্যুৎ সরবরাহের
জন্য কাজ শুরু করেছেন। বিশ্ব ইজতেমায় মুসল্লীদের সেবায় মেডিকেল টিমসহ বিসিসি’র
ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ইজতেমার মাঠে মুসল্লীদের যাতায়াতের জন্য ৫টি স্থান নির্ধারান করে দেয়া হয়েছে। এছাড়াও ইজতেমার মাঠে
জেলার বিভিন্ন উপজেলার জন্য ১০টি, নগরবাসীর জন্য ১৮টি ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা স্থান র্নিধারন করা হয়েছে। ইতোমধ্যে ইজতেমা মাঠের ৪টি পয়েন্টে সাড়ে চার’শ ল্যাট্রিন নির্মান করা হয়েছে। এছাড়াও স্থানীয় ও আশপাশের ৫টি বড় পুকুরে ঘাট নির্মান করে মুসল্লীদের
গোসল ও ওযুর ব্যবস্থা করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন