সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

সাত খুনের পুন:তদন্তের দাবি


নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আলোচিত সাতখুনের পুনঃতদন্তের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। সোমবার(০৭ ডিসেম্ব) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। সুরঞ্জিত বলেন,নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে মূল ঘটনা দেশবাসীর কাছে উপস্থাপন করতে হবে। তা না হলে আসল ব্যক্তিদের মুখোশ উম্মোচন হবে না। এই মামলার চার্জশিটেরও পুনঃতদন্ত করতে হবে। তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুন মামলায় নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে হবে। যাকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে তাকে কেন প্রশ্ন করা হবে না? এটা হতে পারে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন