নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের সময় গণহত্যা নিয়ে পাকিস্তান
মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। সরকারের
উচিৎ পাকিস্তানের বিরুদ্ধে
ব্যবস্থা নেয়া। সোমবার(১৪ ডিসেম্বর) একাত্তরের মহান
মুক্তিযুদ্ধে শহীদ
বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর
আগে সাংবাদিকদেরকে একথা
বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘মহান
স্বাধীনতা যুদ্ধে আমরা যা
অর্জন করেছিলাম তা এখন
হারাতে বসেছি। মানুষ মৌলিক
অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
মানুষের জীবনের নিরাপত্তা
নেই। মানুষ তার অধিকারের
কথা বলতে পারছে না।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন