সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে সরকারের প্রতি হাইকোর্টের রুল


সোনালী ডেস্ক: গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত কেন পুনর্বিবেচনা ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ সোমবার(১৪ ডিসেম্বর) বিচারপতি নায়মা হায়দার ও মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধিতে পুনরায় গণশুনানি চেয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আবেদন কেন পুনর্বিবেচনা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও এর চেয়ারম্যানকে জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে তা স্থগিত চেয়ে এবং পুনরায় গণশুনানি করে মূল্য নির্ধারণের জন্য ক্যাব দুটি আবেদন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন