নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নয়দিন কর্মবিরতির পর
ক্লাস নিচ্ছেন দেশের পাবলিক
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার(২০ জানুয়ারি) সকালে থেকেই
বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস ও
পরীক্ষা চলছে। মঙ্গলবার কর্মবিরতি
কর্মসূচি আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত
স্থগিতের সিদ্ধান্ত নেয় বাংলাদেশে
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
ফেডারেশন। সেখান থেকে জানানো
হয়, প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস
দিয়েছেন। তার কথায় আমাদের আস্থা
রয়েছে।
কর্মবিরতি কর্মসূচি আমরা স্থগিত
করেছি। কাল থেকে আমরা ক্লাসে
যাব। ৩ ফেব্রুয়ারি ফেডারেশনের
পর্যালোচনা সভা ডাকা হয়েছে। এই
সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ওই
পর্যালোচনা সভায় পরবর্তী করণীয়
ঠিক করা হবে।
এর আগে ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর
সঙ্গে সাক্ষাত্ করেন বাংলাদেশে
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
ফেডারেশনের সদস্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন