শনিবার, ২ এপ্রিল, ২০১৬

শিগগিরই তনু হত্যার বিষয়টি উদঘাটন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


সোনালী ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সোহাগী জাহান তনু হত্যার বিষয়টি তদন্ত করে শিগগিরই উদঘাটন করা হবে।আজ শনিবার(০২ এপ্রিল) সকালে যাত্রাবাড়ীর করাতিটোলা সিএমএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তনু হত্যা মামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন সন্তোষজনক ছিলো না বলে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের করা হয়েছে। প্রতিবেদনে যাই আসুক সেটা দেশবাসীকে জানানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কীভাবে এ হত্যার ঘটনা ঘটেছে, হত্যার পেছনে কে ছিলো খুব শিগগিরই তা তদন্ত করে বের করা হবে বলে মন্ত্রী জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন