বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন
করে ধানদী ফাজিল
মাদ্রাসা মিলনায়তনে আজ
মঙ্গলবার সরকারদলীয় আওয়ামীলীগ
সমর্থিত প্রার্থীদের
নির্বাচনী সভা অনুষ্ঠিত
হয়েছে বলে অভিযোগ
পাওয়া গেছে। এ উপলক্ষে আজ
মঙ্গলবার পাঠদান বন্ধ ছিল।
এমনকি আশপাশের
তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের
শিক্ষকরা ওই সভায় অংশগ্রহন
করায় ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানের
পাঠদানও ব্যাহত হয়।
সরেজমিনে জানাগেছে, সকাল
দশটার দিকে ধানদী আদর্শ মাধ্যমিক
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
মো. দুলাল আহম্মেদ মৃধার
সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
বিকাল চারটা পর্যন্ত চলে ওই সভা। এ
সময় আওয়ামীলীগ সমর্থিত
উপজেলা পরিষদের চেয়ারম্যান
প্রার্থী মো. মজিবুর রহমান,
ভাইসচেয়ারম্যান (পুরুষ)
প্রার্থী মোশারেফ হোসেন খান,
ভাইসচেয়ারম্যান (নারী) মোসা.
রেহেনা বেগম, নাজিরপুর
ইউনিয়ন আওয়ামীলীগের
সাংগাঠনিক সম্পাদক মো. আমির
হোসেন বেপারি, সাধারন সম্পাদক
ও উপজেলা আওয়ামীলীগের
সাংগাঠনিক সম্পাদক ইব্রাহিম
ফারুক, উপজেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি ও উপজেলা পরিষদের
বর্তমান ভাইসচেয়ারম্যান শামসুল
আলম মিয়া। এছাড়াও নাজিরপুর
ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের
আওয়ামীলীগ ও
সহযোগি সকল সংগঠনের সভাপতি ও
সাধারন সম্পাদকসহ কমপক্ষে আটশ
নেতাকর্মী । নাম প্রকাশ না করার
শর্তে ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক
বলেন, গত সোমবার স্থানীয় আবু বক্কর
নামে এক
আওয়ামীলী নেতা মাদ্রাসায়
এসে জানায় তাঁদের
আগামীকাল (মঙ্গলবার) সভা আছে।
তাই মাদ্রাসার পাঠদান বন্ধ
রাখতে হবে।
পরবর্তীতে অধ্যক্ষের মৌখিক
নির্দেশে ওই দিন পাঠদান বন্ধ
ঘোসনা করে শিক্ষার্থীদের
জানিয়ে দেওয়া হয়। মাদ্রাসা বন্ধ
থাকার কথা স্বীকার করলেও অধ্যক্ষ
মুহাম্মাদ শহিদুল ইসলাম
কোনো মন্তব্য করতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন
শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলে,
এর আগে হুজুরেরে (অধ্যক্ষ) এক
আওয়ামীলীগ
নেতা প্রকাশ্যে গালমন্দ
করে চাকুরিচ্যুত করার হুমকি দেন।
বুধবার, ৫ মার্চ, ২০১৪
পটুয়াখালীর বাউফল উপজেলায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন