বুধবার, ১২ মার্চ, ২০১৪

বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে উঠান বৈঠকে সন্ত্রাসীদের হামলা

বাউফল প্রতিনিধি : উপজেলা পরিষদ
নির্বাচনে বাউফলের সাবেক এমপি শহিদুল আলম তালুকদার সমর্থিত চেয়ারম্যান
প্রার্থী মো. তসলিম তালুকদারের
সমর্থনে উঠান বৈঠকে হামলা চালিয়েছে আ.লীগ কর্মীরা। সোমবার
রাতে মদনপুরা ইউপির
চন্দ্রপাড়া গ্রামের রাড়ি বাড়িতে ওই
হামলার ঘটনায় আহত হয়েছে দশ জন। এসময়
ভাংচুর করা হয়েছে মোটরসাইকেলসহ
উঠান বৈঠকে ব্যবহৃত আসবাবপত্র।
স্থানীয়রা জানিয়েছেন, রাত ৮টায়
সময় চেয়ারম্যান প্রার্থী তসলিম এর
সমর্থণে ওই বাড়িতে উঠান বৈঠক
চলছিল। সভার শেষ পর্যায়ে আ.লীগের
২০-২৫জনের একটি গ্রুপ রাসেল নামের
এক যুবকের
নেতৃত্বে লাঠিসোটা নিয়ে হামলা
চালিয়ে একটি মোটরসাইকেলসহ সভার
আসবাবপত্র ভাংচুর করে। হামলা আহত হয়
ফোরকান মাষ্টার, নাজমুল মাষ্টার,
মাসুদুর রহমান, হাবিবুর রহমান,
দেলোয়ার রাড়ি, শফি রাড়ি,
সুজা রাড়ি, দুলাল খা, সিদ্দিক
রাড়ি ও হাজেরা খাতুন। এ
ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী মো.
তসলিম তালুকদার বলেন, ‘সাধারণ মানুষ
আমার পক্ষে অবস্থান নেয়ায় আ.লীগ
প্রার্থীসহ
কর্মীরা দিশেহারা হয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন