পটুয়াখালী প্রতিনিধি : কৃষিলোন
নেয়া বন্ধকী জমি রামনাবাদ
নদীতে বিলীন হওয়া কৃষকের লোন
মওকুফের সরকারি সিদ্ধান্ত
বাস্তবায়নের
দাবীতে প্রধানমন্ত্রী বরাবর
স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার কৃষকের
পক্ষে এ্যাডভোকেট জালাল
উদ্দিন তালুকদার
উপজেলা নির্বাহী অফিসারের
মাধ্যমে এ স্মারকলিপি প্রদান
করেছেন।
এ্যাডভোকেট জালাল উদ্দিন
তালুকদার তার
স্মারকলিপিতে উল্লেখ করেছেন
লালুয়া ইউনিয়নের নয়াকাটা,
বানাতিপাড়া, মধুপাড়া মৌজার
প্রায় ১৪০০ একর
কৃষি জমি বাড়িঘরসহ রামনাবাদ
নদীতে বহু আগেই বিলীন
হয়ে গেছে।
কিন্তু এসব
জমি বন্ধকী রেখে কৃষি লোন
নেয়া কৃষক এখন চরম
বিপাকে পড়েছেন। কৃষকের
অপুরনীয় ক্ষতির
কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা নদীতে বিলীন
হওয়া জমির মালিকদের কৃষিলোন
মওকুফের নির্দেশনা দেন।
এর প্রেক্ষিতে সোনালী ব্যাংক
কলাপাড়া বন্দর শাখা কার্যকর
পদক্ষেপ নিয়েছে। কিন্তু
অগ্রণী ব্যাংক এবং কৃষিব্যাংক
নির্দেশনার এক যুগেও কৃষকের লোন
মওকুফে কার্যকর কোন পদক্ষেপ
নেয়নি। উল্টো ওইসব বকেয়া লোন
আদায়ে মামলার জন্য কৃষকের
কাছে নোটিশ পাঠিয়েছে।
চরপাড়া গ্রামের কৃষক হারিচ
তালুকদার জানান, তার
বন্ধকী জমি রামনাবাদে বিলীন
হয়ে গেছে, অথচ তাকে লোন
পরিশোধের জন্য অগ্রণী ব্যাংক
নোটিশ দিয়েছে। এর
প্রেক্ষিতে কৃষকের
পক্ষে প্রধানমন্ত্রীর
কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪
প্রধানমন্ত্রীর বরাবর কৃষকদের স্মারকলিপি প্রদান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন