নিজেস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকা ও দল গোছানোর অংশ হিসেবে সাত নেতাকে বহিষ্কার ও তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।
বহিষ্কৃতরা হলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহম্মেদ, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ, সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি নুরুল হুদা, কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য আলতাফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য রমিজ উদ্দিন লন্ডনি, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার নালী ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হাশেম বিশ্বাস দুদু।
এছাড়া বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান ফারুক এবং আলমগীর হোসেন স্বপনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন