নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়া, তাঁর
ছেলে তারেক রহমানসহ ছয়জনের
বিরুদ্ধে দুর্নীতির
অভিযোগে করা জিয়া অরফানেজ
ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন
করা হয়েছে। একই
সঙ্গে খালেদা জিয়া ও অন্য
পাঁচ আসামির
বিরুদ্ধে করা জিয়া চ্যারিট
ট্রাস্ট দুর্নীতির মামলায়
অভিযোগ গঠন করা হয়েছে। দুই
মামলাতেই আগামী ২১ এপ্রিল
সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজ
বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ
আদালতের বিচারক বাসুদেব রায়
এ আদেশ দেন।
আজ মামলা দুটির অভিযোগ
গঠনবিষয়ক শুনানির দিন ধার্য
ছিল। বেলা একটার
দিকে খালেদা জিয়া আদালতে
হন। এর আগেই আসামিপক্ষ
থেকে শুনানির পরবর্তী তারিখ
ধার্য করার জন্য আবেদন করা হয়।
বিচারক এই আবেদনের
শুনানি নিয়ে তা খারিজ
করে দিলে আদালতকক্ষে আসাম
আইনজীবীরা হইচই শুরু করেন। এ
পর্যায়ে বিচারক আজকেই
অভিযোগ গঠনবিষয়ক আদেশ
দেওয়া হবে বলে এজলাস ত্যাগ
করেন।
বিচারকাজ
চলাকালে খালেদা জিয়াকে বস
জন্য একটি চেয়ার দেওয়া হয়।
বেলা দুইটার
দিকে বিএনপিপন্থী চারজন
আইনজীবী মামলা থেকে খালেদ
অব্যাহতি চেয়ে করা আবেদন
নিয়ে বিচারকের খাসকামড়ায়
যান। এরপর সেখান থেকে বের
হয়ে এসে সোয়া দুইটার
দিকে আবারও বিচারকের কাছ
যান তাঁরা। এ সময়
তাঁরা সকালে সময়
চেয়ে করা আবেদনটি খারিজ
করে আদালত যে আদেশ দিয়েছেন,
তা পুনর্বিবেচনার জন্য আবার
সময় চেয়ে আবেদন জানান। এর
কিছুক্ষণের মধ্যেই
তাঁরা সেখান থেকে বের
হয়ে আদালতের
এজলাসকক্ষে গিয়ে খালেদা জ
এই আদালতের প্রতি তাঁদের
আস্থা নেই।
খালেদা জিয়ার
আইনজীবী সানাউল্লাহ
মিয়া জানান, আদেশের জন্য এক
ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে
আদালত।
পরে অভিযোগ গঠন করে সাক্ষ্য
গ্রহণের তারিখ ধার্য করেন
আদালত।
বুধবার, ১৯ মার্চ, ২০১৪
দুর্নীতির মামলায় অভিযুক্ত খালেদা- তারেক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন