বুধবার, ১৯ মার্চ, ২০১৪

দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত:জয়

নিজস্ব প্রতিবেদক: আইন করে দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার ইউরো-বিডি টেকনো সামিটে অংশ নিতে নরওয়ে যাওয়ার প্রাক্কালে হযরত (রা.) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় জয় বলেন, “বিশ্বের কোথাও নির্দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রে সব নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে, ইংল্যান্ডে সব নির্বাচন হয় দলীয়ভাবে, ভারতেও সেভাবে এবং আমি এটুকু বলবো যে আমি সারাবিশ্বে সফর করে কোনো দেশ দেখিনি নৃ-তত্ত্ব বলে নির্বাচন আছে শুধু বাংলাদেশেই দেখেছি। আমি মনে করি এটা করা দরকার এবং অতি শীঘ্রই করা দরকার।”

দেশের উন্নয়নে কাজ করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।

সজিব ওয়াজেদ জয় আরো বলেছেন, “আগামী পাঁচ বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ এক বিলিয়ন ডলারের রপ্তানি সক্ষমতা অর্জন করবে।”

তিনি বলেন, “তথ্য ও প্রযু্ক্তি খাতকে দেশের অন্যতম রপ্তানি খাত হিসেবে গড়ে তুলতেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন