বুধবার, ১২ মার্চ, ২০১৪

অপেক্ষা করুন, আর ভুল ধরিয়ে দিন: তোফায়েল

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার মোহাম্মদপুর-আদাবর থানা আওয়ামী লীগের সম্মেলনে বক্তৃতায় তিনি বলেন, “পাঁচ বছর অপেক্ষা করেন। বক্তৃতা করেন, সভা-সমাবেশ করেন। আমাদের ভুল ধরিয়ে দেন। ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট করবেন না।”

বিএনপির নির্দলীয় সরকারের দাবি প্রত্যাখ্যান করে তোফায়েল বলেন, মেয়াদ শেষে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে।

হরতালের নামে বিশৃঙ্খলা করলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও বিএনপিকে হুঁশিয়ার করেন তিনি।

উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেয়ার বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, “বললেন অবৈধ সরকার, আর তার অধীনেই নির্বাচনে গেলেন কিভাবে? আপনাদের নীতি নাই-আদর্শ নাই?”

মোহাম্মপুর শহীদ পার্কে অনুষ্ঠিত এই সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া খালেদা জিয়ার উদ্দেশে বলেন, “কতবার বললাম নির্বাচনে আসেন, আসেন নাই। এখন কর্মীদের জিগান, তারা কী কয়!

“নির্বাচনে না আইসা আপনার আমও গেছে, ছালাও গেছে। না হইলেন প্রধানমন্ত্রী, না হইলেন বিরোধীদলীয় নেত্রী। এখন আছে শুধু গাছ। উল্টা-পাল্টা কইলে গাছও থাকবে না।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন