নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু পরবর্তী নির্বাচন নয়, আগামী পাঁচ বা ১০টি নির্বাচন যাতে সহিংসতা ছাড়া’ হয় সেজন্য প্রধান রাজনৈতিক দলগুলোর একটি সমাধানে আসা উচিত।
“এতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং রাজনৈতিক দলগুলো তা মেনে নিয়ে সংসদে অংশগ্রহণ করবে।”
কানাডা, মিশর, ফ্রান্স, মরক্কো, কাতার, সুইজারল্যান্ড ও ভিয়েতনামের কূটনীতিকদের এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ফরাসি ভাষাভাষীদের সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘ফ্রাঙ্কোফোনি উইক’ শুরুর দুই দিন আগে এই সংবাদ সম্মেলনে আসেন সাত দেশের কূটনীতিকরা। আগামী ২০ মার্চ আন্তর্জাতিক সংস্থা ফ্রাঙ্কোফোনির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সাংস্কৃতিক উৎসব হবে।
বিএনপির বর্জনের মধ্য দিয়ে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গত বছর রাজনৈতিক সহিংসতা দেখা দিলে বিদেশি কূটনীতিকরা অচলাবস্থা কাটাতে সোচ্চার হন। তখন থেকেই রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে কানাডা।
সংসদ নির্বাচনের পরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে যতো দ্রুত সম্ভব সবার অংশগ্রহণে ‘সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান জানিয়েছে তারা।
মঙ্গলবারও সংলাপের তাগাদা দেন দেশটির দূত ক্রুডেন। নির্বাচন পরবর্তী জনমত জরিপে ৭০ শতাংশ মানুষে আরেকটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে মত দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন