শনিবার, ১৫ মার্চ, ২০১৪

রাজনীতি বিদদের ফরমালিন মুক্ত করতে হবে

নিজম্ব প্রতিবেদক: যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “শুধু খাদ্যদ্রব্য ফরমালিন মুক্ত করলে চলবে না, রাজনীতিবিদদেরও ফরমালিন মুক্ত হতে হবে।”
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে ব্যবসায়ীদের ফরমালনি মুক্ত মেশিন বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-এফবিসিসিআই’র সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার প্রমুখ।

এসময় যোগাযোগ মন্ত্রী আরো বলেন, “খাদ্য দ্রব্যের মত আমাদের রাজনীতিবিদদের ফরমালিন মুক্ত করতে হবে। খাদ্য দ্রব্যের মত যদি দেশ ও সমাজের মধ্যে ফরমালিন থাকে তাহলে দেশ ও সমাজের উন্নতি হবে না।”

মন্ত্রী বলেন,“দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ হল রাজনীতির ভেতর ফরমালিনের মত। যারা ক্ষমতায় থাকেন তাদের দুর্নীতির উর্ধ্বে থাকতে হবে। সমাজ থেকে দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ দূর করতে হবে।”

সঠিকভাবে রাজনীতি করলে সবকিছু ঠিক হবে বলে তিনি আসা করেন। পদ্মা সেতুর বিষয়ে মন্ত্রী বলেন,“আগামী জুন মাসে পদ্মাসেতুর কাজ শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। পদ্মা সেতু এখন আর কোন কল্পনা নয়।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন