রবিবার, ২ মার্চ, ২০১৪

প্রধানমন্ত্রী মিয়ানমার যাচ্ছেন অাগামীকাল

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশে সোমবার মিয়ানমারের
রাজধানী নেই পি তাও’র
উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সম্মেলনে তিনি ৩২ সদস্যের
বাংলাদেশ প্রতিনিধিদলের
নেতৃত্ব দেবেন। আগামী ৪ মার্চ এই
শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের আগে ৩ মার্চ
বিমসটেকের মন্ত্রী পর্যায়ের
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.
শাহরিয়ার আলম এমপি’র
নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ
নেবেন। এর আগে ২ মার্চ উর্ধ্বতন
কর্মকর্তা পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র
সচিবের নেতৃত্বে বাংলাদেশ
প্রতিনিধিদল যোগ দেবেন।
বিমসটেক (বে অব বেঙ্গল
ইনিশিয়েটিভ ফর মাল্টিসেকটরাল
টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক
কো-অপারেশন) হচ্ছে দক্ষিণ
এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার
সাতটি দেশের অঞ্চলিক গ্রুপ।
দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভুটান,
ভারত, মায়ানমার, নেপাল,
শ্রীলংকা ও থাইল্যান্ড।
১৯৯৭ সালে গঠিত বিমসটেকের প্রথম
শীর্ষ সম্মেলন ২০০৪
সালে ব্যাংককে এবং ২০০৮
সালে দ্বিতীয় শীর্ষ সম্মেলন
নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়।
সহযোগিতার
১৪টি ক্ষেত্রে সুনির্দিষ্ট বিভিন্ন
কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের
মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের
উপযোগী পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এ
সংস্থার মূল লক্ষ্য। ক্ষেত্রগুলোর
মধ্যে রয়েছে- বাণিজ্য ও
বিনিয়োগ, জ্বালানি, পরিবহণ ও
যোগাযোগ, পর্যটন, কৃষি, পরিবেশ ও
দুর্যোগ ব্যবস্থাপনা, জনে-
জনে সংযোগ, সন্ত্রাস ও
আন্তঃদেশীয় অপরাধ এবং জলবায়ু
পরিবর্তন।
আসন্ন শীর্ষ সম্মেলনে রাষ্ট্র ও সরকার
প্রধানগণ গত শীর্ষ সম্মেলনের
বৈঠকের পর অর্জিত
অগ্রগতি পর্যালোচনা করবেন।
তারা সংস্থার যৌথ অঙ্গীকারের
বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়
এবং সংস্থার ভবিষ্যৎ দিক
নির্দেশনা দেবেন।
শীর্ষ সম্মেলন শেষে ইশতেহার
অনুমোদন
এবং তিনটি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত
হবে বলে আশা করা হচ্ছে।
এগুলো হচ্ছে- (১) ঢাকায়
বিমসটেকের স্থায়ী সচিবালয়
প্রতিষ্ঠা সংক্রান্ত
সমঝোতা স্মারক, (২)
ভারতে আবহাওয়া ও জলবায়ু
বিমসটেক সেন্টার
প্রতিষ্ঠা সংক্রান্ত
সমঝোতা স্মারক এবং (৩)
ভুটানে বিমসটেক কালচারাল
ইন্ডাস্ট্রিজ কমিশন ও বিমসটেক
কালচারাল ইন্ডাস্ট্রিজ
অবজারভেটরি প্রতিষ্ঠা সংক্রান্ত
সমঝোতা স্মারক (এমওইউ)।
শীর্ষ সম্মেলনের পর ঢাকায়
বিমসেটকের স্থায়ী সচিবালয়
কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সরকার সচিবালয়ের
জন্য ইতিমধ্যেই ঢাকায় জমি বরাদ্দ
করেছে।
বিমসটেকের প্রথম মহাসচিব
শ্রীলংকা থেকে হবেন
বলে ইতিমধ্যে সিদ্ধান্ত
নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন