পটুয়াখালী প্রতিনিধি: যৌতুকের দাবীতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার
বকুলবাড়িয়া ইউনিয়নের
দোয়ানী গ্রামে সালমা বেগম (৩৩)
নামের এক
গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত সালমার খালাত ভাই মাহবুব
খান জানান, শনিবার রাত ১০টার
দিকে স্বামী বেল্লাল (৪৫)
সালমার কাছে ঘর তৈরীর জন্য ৫০
হাজার টাকা যৌতুক দাবী করেন।
দিতে রাজী না হওয়ায় ক্ষুদ্ধ
হয়ে বিল্লাল ও তার ভাইয়ের
ছেলে সাইফুল
মেলকারকে সঙ্গে নিয়ে ধারালো বটি দিয়ে ডান
হাত কেটে ফেলে এবং তার
শরীরে বিভিন্ন
স্থানে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয় লোকজন আশংকা জনক
অবস্থায়
প্রথমে সালমাকে গলাচিপা হাসপাতালে নিয়ে আসেন।
অবস্থা অবনতি হলে রাত ১টার সময়
পটুয়াখালীর জেনারেল
হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধিন অবস্থায়
রোববার রাত ৩টার দিকে সালমার
মৃত্যু হয়। নিহত সালমা বেগম
দশমিনা উপজেলার রামবল্লবপুর
গ্রামের মোতাহার সর্দারের
মেয়ে। তার সংসারে ২
টি মেয়ে সন্তান রয়েছে।
রবিবার, ২ মার্চ, ২০১৪
গলাচিপায় যৌতুকের দাবীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন