নিজম্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, "বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিক ও শ্রমিকরা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সতর্ক। শ্রমিকদের মধ্যে এখন কোনো অসন্তোষ নেই। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে এ শিল্পে কাজ চলছে। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি খাতে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে তৈরি পোশাক রপ্তানিতে প্রথম স্থান দখল করতে আর বেশি সময় প্রয়োজন হবে না।"
মন্ত্রী বলেন, "বাংলাদেশ তৈরী পোশাক কারখানায় সবধরনের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলে আমরা বিশ্বাস করি।" মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. আলব্রিক কনজির সাথে মতবিনিময়কালে একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বেশিরভাগ শর্ত অনেক আগেই পূরণ করা হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে দুইশত শ্রম পরিদর্শক নিয়োগ, ইপিজেড-এ শ্রম আইন সংশোধন, শ্রমিকদের ডাটাবেজ তৈরিসহ অবশিষ্ট প্রায় সকল শর্তই পূরণ হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন