মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

হিজলায় সাবেক সাংসদ ফরহাদ অবরুদ্ধ

রিগান, বরিশাল : বরিশালের হিজলার স্থানীয় সাবেক সাংসদ ও উত্তর
জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন
ফরহাদকে অবরুদ্ধ করে রাখার
ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল
৫টার
দিকে হিজলা উপজেলা নির্বাচনে বিএনপির
বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর
সমর্থকরা এই ঘটনা ঘটায়। পরে পুলিশ
গিয়ে তাকে উদ্ধার করে।
তবে পুরো বিষয়টি বানোয়াট
বলে দাবি করেছেন ফরহাদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়,
বিদ্রোহী চেয়ারম্যান
প্রার্থী গাফফার তালুকদারের
সমর্থকরা উপজেলার প্রত্যন্ত
এলাকা শংকরপাশা গ্রামে সাবেক
সাংসদ মেজবাহউদ্দিন
ফরহাদকে একটি ঘরে প্রায়
আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
তবে সাবেক সাংসদ
মেজবাহউদ্দিন ফরহাদ
পুরো বিষয়টি বানোয়াট
বলে দাবী করে বলেছেন,
এগুলো সবই অপপ্রচার।
বিদ্রোহী চেয়ারম্যান
প্রার্থী গাফফার তালুকদার
জানান, সাবেক সাংসদ ফরহাদের
স্বেচ্ছাচারীতায় ক্ষুদ্ধ হয়ে দলের
তৃণমূলে নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ
করে রাখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন