মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

বিএনপি’র ১৯ নেতাকর্মী কারাগারে নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার চরমোনাই
ইউনিয়ন আওয়ামীলীগ
কার্যালয়ে অগ্নিসংযোগের
ঘটনায় দায়ের করা মামলায়
বিএনপির ১৯
নেতাকর্মীকে কারাগারে প্রেরণ
করেছে আদালত।
মামলার আসামিরা বরিশাল চিফ
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট
আদালতে আত্মসমর্পন
করলে বিচারক ওয়াদুজ্জামান
সিকদার
তাদেরকে কারাগারে প্রেরণের
নির্দেশ দেন।
কারাগারে প্রেরণ
করা বিএনপি নেতাকর্মীরা হচ্ছে-
আমিনুল ইসলাম ওরফে মামুন
বেপারী, মাইনুল ইসলাম, রুবেল
আকন, আঃ রশিদ ফকির, ইউনুস
মোলা, মনোয়ার হোসেন, খলিল
হাওলাদার, মোসলেম হাওলাদার,
কামাল হোসেন, আলমগীর শরীফ,
কামাল, মানিক ফকির,
আলাউদ্দিন, আনোয়ার হোসেন,
স্বপন বেপারী, রিপন বেপারী,
সুমন বেপারী, ফরহাদ মোলা ও
রিয়াজ মোলা।
আদালত সুত্রে জানা গেছে, গত ২৩
ফেব্রুয়ারী চরমোনাই ইউনিয়ন
আওয়ামীলীগ
কার্যালয়ে অগ্নিসংযোগের
ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের
সাংগঠনিক সম্পাদক খন্দকার
জামিল স্থানীয় বিএনপির
নামধারী ১৯ জন
এবং অজ্ঞাতনামা ২০/২৫
জনকে আসামী করে মামলা দায়ের
করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন