মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪

আগামী বৃহস্পতিবার উপজেলা প্রশাসন অফিস ঘেরাও

নিজম্ব প্রতিবেদক: চতুর্থ দফা উপজেলা নির্বাচনে 'ভোট ডাকাতি, কারচুপি ও সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা খুনোখুনি, রক্তারক্তি, যখম ও নিজেদের অনুকূলে ভোটের রায় ছিনিয়ে নেয়ার' প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারাদেশের উপজেলা প্রশাসন অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান করবে বিএনপি।

মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, "আমাদের নির্বাচন কমিশন (ইসি) যতই তর্জন গর্জন করুন না কেন তারা মূলত সরকারের নির্দেশেই কাজ করছে।"

উপজেলা নির্বাচনের মাধ্যমে তা বারবার প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন এ নেতা।

রিজভী বলেন, “আওয়ামী লীগ সরকার উপজেলা নির্বাচনে দেশের সকল রেকর্ড ভঙ্গ করে নিজেদের ইচ্ছামতো উপজেলা নির্বাচনে করেছে। আমরা আগেই বলেছিলাম সরকার নিজেদের জেতাতে ভয়ঙ্কর সহিংসতা চালাবে। কারণ বিএনপির চেয়ে তাদের চেয়ারম্যান সংখ্যা বেশি থাকতে হবে।”

‘নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে’ আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমামের এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “তার (এইচটি ইমাম) কথায় ক্রোধ কিংবা হাসি চেপে রাখা মুশকিল। কিন্তু একদলীয় একনায়কের শাসন ব্যবস্থায় ক্রোধ কিংবা হাসি দেখাতে নেই। তাতে গুম হওয়ার আশঙ্কা আছে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন