রিগান, বরিশাল প্রতিনিধি: ফেরিতে আগে ওঠাকে কেন্দ্র করে কুয়াকাটাগামী পিকনিক
বাসের যাত্রীদের সাথে বাস
শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত ও
অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার
ভোর সাড়ে চারটার দিকে বরিশালের
লেবুখালি ফেরীঘাটের
বাকেরগঞ্জ উপজেলা প্রান্তে এ
ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ২৫
জনকে আটক করেছে।
নিহত পরিবহন শ্রমিক জসিম উদ্দিন
উজিরপুর উপজেলার
বোহরকাঠী গ্রামের সেকান্দার
হাওলাদারের পুত্র।
তিনি খেপুপাড়াগামী সাকুরা পরিবহনের
একটি বাসের চালকের
সহকারী ছিলেন। সংঘর্ষে গুরুতর
আহত এক
যাত্রীকে শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়
(শেবাচিম)
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক
(এসআই) গাজী নজরুল ইসলাম
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব
১১-৬২৯৯) যাত্রী নিয়ে খেপুপাড়ার
উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে যশোর
থেকে এন.কে ট্রাভেলসের
একটি পিকনিকের বাস (যশোর-
ব-১৪৭) কুয়াকাটার
উদ্দেশ্যে যাচ্ছিল।
পথিমধ্যে লেবুখালী ফেরীতে আগে ওঠা নিয়ে পিকনিক
বাসের যাত্রী ও
সাকুরা পরিবহনের স্টাফদের
মধ্যে বাকবিতণ্ডার শুরু হয়।
একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষ
জড়িয়ে পড়লে ছুরিকাঘাতে সাকুরা পরিবহনের
চালকের সহকারী মোঃ জসিম
উদ্দিন ঘটনাস্থলেই সে নিহত হয়।
শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
লেবুখালি ফেরিঘাটে যাত্রী- শ্রমিক সংঘর্ষে নিহত ১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন